মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজপথের দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো। তিনি রবিবার বলেন, পুলিশ বিভাগের বিশাল বাজেট কিছুটা কমিয়ে সে অর্থ ব্যয় করা হবে যুব সমাজের কল্যাণে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের তরুণ-তরুণীদের উচ্চ শিক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা বলেছেন মেয়র। এ সময় মেয়র বিল ডি ব্লাসিয়ো নিউইয়র্কের পুলিশ বাহিনীর প্রশংসা করে বলেন, তারা এ সিটির নিরাপত্তা সুসংহত করার ক্ষেত্রে সর্বশক্তি নিয়োজিত রেখেছেন। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার জেরে এখনো বর্ণবাদ বিরোধী আন্দোলন চলছে। রবিবার বিভিন্ন শহরের সমাবেশ থেকে পুলিশী আইন সংস্কারের দাবি উঠে। এর মধ্যে মিছিলে কাঁদুনে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপের বিধিও চিরতরে নিষিদ্ধের দাবি উঠে। কোন কোন স্থানের বক্তারা পুলিশের বাজেট কমিয়ে তা হাসপাতাল এবং নার্সারি স্কুল পরিচালনায় ব্যয়ের আহবান জানান। অপরদিকে, করোনার ভয়াল তান্ডব স্তিমিত হয়ে আসায় কয়েক মাসের লকডাউন ও কঠোর বিধিনিষেধের পর অবশেষে নিয়ন্ত্রিত মাত্রায় স্থানীয় সময় সোমবার থেকে খুলে দেয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, সব ধরনের ব্যবসা-বাণিজ্যের জন্য নিয়ন্ত্রিত মাত্রায় নিউইয়র্ক খুলে দেয়া হচ্ছে। প্রথম ধাপের এই শিথিলতায় নির্মাণ, উৎপাদন খাত ও খুচরা ব্যবসায় সংশ্লিষ্ট ৪ লাখ কর্মজীবী কাজে যোগ দিতে পারবেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।