Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৪:১০ পিএম

করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নিজেকে আইসোলেশনে রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগামীকাল মঙ্গলবার কেজরীওয়ালের কোভিড টেস্ট করানো হবে। সোমবার দিল্লি প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে।

জানা গেছে, রোববার থেকে অসুস্থবোধ করতে থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী। সামান্য জ্বরের পাশাপাশি গলাব্যথা এবং কাশি ছিল। করোনার আবহে এর পর নিজের বাসভবনেই আইসোলেশনে রয়েছেন তিনি। বাতিল করে দেন সমস্ত মিটিংও। চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে ইতিমধ্যে পরামর্শ করেছেন বলে আম আদমি পার্টি (আপ) সূত্রে খবর। চিকিৎসকেরা তাকে এক দিন অপেক্ষা করে তার পর কোভিড টেস্টের পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শ মেনেই আগামীকাল সকালে কোভিড টেস্ট করানো হবে কেজরীওয়ালের।

এ দিন সকালে থেকে কেজরীওয়ালের কোভিড টেস্ট নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে প্রাথমিক ভাবে কোনও ঘোষণা করেনি তার নিজের দল আপ। তবে দুপুরে আপের এক সূত্র সে খবরের সত্যতা স্বীকার করেছেন।

মুখ্যমন্ত্রী কেজরীওয়ালের কোভিড টেস্টের খবরের সত্যতা স্বীকার করেছেন আপের এক শীর্ষ নেতা সঞ্জয় সিংহও। শারীরিক সুস্থতা কামনা করে টুইটারে তিনি লিখেছেন, ‘৭ জুন দুপুরে গলাব্যথা এবং সামান্য জ্বরের কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। চিকিৎসকদের পরামর্শ মতো তিনি বাসভবনেই নিজেকে আইসোলেশনে রেখেছেন। আগামিকাল, ৯ জুন তার কোভিড-১৯ টেস্ট হবে।’

লকডাউন চলাকালীন মাস দুয়েক ধরে দিল্লিতে নিজের সরকারি বাসভবন থেকে যাবতীয় প্রশাসনিক বৈঠক করেছেন কেজরীওয়াল। গতকাল সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ক্যাবিনেট বৈঠকও করেন তিনি। তবে দুপুরের পর থেকে আর কারও সঙ্গে দেখাসাক্ষাৎ করেননি কেজরীওয়াল। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ