মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে; পাশাপাশি ব্রাজিল-ভারতে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় আক্রান্তের সংখ্যাও ৭০ লাখ ছাড়িয়ে গিয়েছে। সংক্রেমণের সংখ্যায় বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
অতি সংক্রামক এই ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশ বা প্রায় ২০ লাখই যুক্তরাষ্ট্রের নাগরিক। দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল, সেখানে মোট আক্রান্তের বিশ্বের ১৫ শতাংশেরও বেশি। রয়টার্স বলছে, নতুন করোনাভাইরাস দেখা দেওয়ার পর পাঁচ মাসে এই রোগে যত মানুষের মৃত্যু হয়েছে তা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যধির একটি ম্যালেরিয়ায় বছরে মোট মৃত্যুর সমান।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ১০ জানুয়ারি চীনের উহানে। এই রোগে মৃত্যুর সংখ্যা এক লাখে পৌঁছায় এপ্রিলের প্রথম দিকে। সেখানে মৃত্যুর সংখ্যা তিন থেকে চার লাখে পৌঁছাতে সময় লাগছে মাত্র ২৩ দিন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, প্রায় এক লাখ ১২ হাজার। এখন ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং তারা প্রাণহানিতে যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে। সেখানে ৩৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে, ভারতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজারের বেশি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে শুক্রবার থেকে শনিবার ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৭ জন, শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৭১ জন।
তবে বিশেষজ্ঞদের মতে, অনেক দেশে করোনাভাইরাস পরীক্ষার ঘাটতি এবং কোনো কোনো দেশ হাসপাতালের বাইরে মারা যাওয়া ব্যক্তিদের হিসাবের মধ্যে না আনায় বিশ্বে করোনাভাইরাসে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।