বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের চৌগাছা বাওড় থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার ঘটনায় ৩জনকে আটক করেছে রোববার ডিবি পুলিশ। পরকীয়া প্রেমের কারণে চৌগাছার হিজলী গ্রামের বিপুল হোসেন (৩৫) বস্তাবন্দি লাশ হয়। তাকে একটি বাড়িতে আটকে রেখে হাতুড়ি পেটা ও শ্বাসরোধ করে হত্যা করে রাতের আধারে বস্তাবন্দি করে বেড়গোবিন্দপুর বাওড়ে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানায়, গত ৫জুনের ঘটনায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশে ডিবি পুলিশ অভিযানে নামে। একদিনেই সফল হয় তারা। ঘটনার আদ্যপান্ত বের করাসহ হত্যাকান্ডে জড়িত হিজলি গ্রামের সবুজ হোসেন, তুহিন ও ফুলবানু বেগমকে আটক করে। তারা হত্যাকান্ডের বিষদ বর্ণনা দিয়েছে। ডিবি পুলিশ তদন্তে বের করেছে হত্যাকান্ডের শিকার বিপুল ফুলবানুর সাথে ৩ বছর ধরে পরকীয় প্রেম ও দৈহিক সম্পর্ক করে। তাদের অনৈতিক সম্পর্ক ছেলে সবুজ দেখে ফেলে এবং বিপুলকে সতর্ক করা সত্বেও না মানলে সবুজ ও তার ভগ্নিপতি রফিকুলের সাথে তাকে মেরে ফেলার পরিকল্পনা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।