Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কাপড়-মোবাইল সেটে করোনা থাকে ৪-৩ ঘন্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ২:৪২ পিএম

করোনাভাইরাস পৃথিবীর মানুষে মহাবিপদে ফেলেছে। এই ভাইরাস থেকে বাঁচতে মানুষের গবেষণার শেষ নেই। তবে কার্যক্রম উপদান এখনো পাননি বিজ্ঞানীরা। তবে তারা নানা উপাদানের কথা বলছেন।

এমনি একদল গবেষক বলেছেন শুধু গায়ের কাপড় নয়, জানালা কিংবা দরজার পর্দার কাপড়েও ঘাপটি মেরে থাকে এই ভাইরাস। তাই বাইরে থেকে এসে গায়ের কাপড়গুলো অবশ্যই ধুয়ে নিতে হবে।
বলতে গেলে কাপড়ের সঙ্গেই আমাদেরকে জীবন যাপন করতে হয়। এই অতি জরুরি জিনিসটাতে করোনাভাইরাস থাকে ৩ থেকে ৪ ঘণ্টা।

এছাড়া তামার ওপর করোনার জীবাণু বেঁচে থাকতে পারে ৪ ঘন্টা। এলুমনিয়ামের ওপর থাকে অন্তত ২ ঘণ্টা। খাবারের প্লেট, চামচ, রেফ্রিজারেটররে থাকে ২ থেকে ৩ দিন। কার্ডবোর্ডের ওপর থাকতে পারে ২৪ ঘণ্টা। যে মোবাইল ফোনটি আমরা সার্বক্ষণিক ব্যবহার করি, সেটাতেও কয়েক ঘণ্টা করোনার জীবাণু থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ