Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরায়েলে ফিলিস্তিনিদের পক্ষে সরকারবিরোধী বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:৪৪ পিএম

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে ইসরায়েল সরকার যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে খোদ ইসরায়েলিরাই বিক্ষোভ প্রদর্শন করেছে। গতকাল (৬ জুন) শনিবার রাতে তেল আবিবে কয়েক হাজার ইসরায়েলি এই বিক্ষোভে অংশ নেন। খবর এএফপি’র।
বিক্ষোভকারীদের হাতে ছিল ইসরায়েলি ও ফিলিস্তিনের পতাকা। ছিল পশ্চিম তীর দখল বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড। বেশ কয়েকটি এনজিও ও বামপন্থী রাজনৈতিক দল এই বিক্ষোভের উদ্যোগ নেয়।
চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্য নিয়ে বিতর্কিত এক পরিকল্পনা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান নদী ঘেঁষা ফিলিস্তিন অধ্যুষিত এলাকা পশ্চিম তীরে ইহুদি জনগোষ্ঠীর বসতি স্থাপন এবং ইসরায়েল সরকারের অন্যান্য কৌশলগত কার্যক্রমে সবুজ সংকেত দেন।
সম্প্রতি প্রধান বিরোধী বেনি গান্তসের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর যে জোট সরকার গঠিত হয়েছে তাতেও পশ্চিম তীর অধিগ্রহণের ব্যাপারটিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ট্রাম্পের প্রস্তাবটি পাশের জন্য ১ জুলাই মন্ত্রী পরিষদ ও পার্লামেন্টে তুলতে পারেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ইসরায়েল সরকারের পরিকল্পনায় অবশ্য একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনেরও কথা রয়েছে। তবে তাদের ভূমি কমিয়ে দেওয়া হবে। তাতে পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনিদের অন্যান্য মূল দাবিগুলোও বিবেচনায় নেওয়া হয়নি। ইসরায়েল সরকারের এসব একপেশে পরিকল্পনা শুরু থেকেই উড়িয়ে দিয়ে আসছে ফিলিস্তিনি নেতারা। এসব ঘটনা প্রবাহে ইসরায়েল-ফিলিস্তিনের বিরোধ চরমে পৌঁছেছে। এর মধ্যেই খোদ ইসরায়েলেই পশ্চিম তীর ইস্যুতে বিক্ষোভের ঘটনা ঘটল।
ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের একজন আনাদ শ্রেইবার বলেন, “আমরা ফিলিস্তিনি-ইহুদিরা একে-অপরের অনেক ক্ষতি করেছি।” “আমরা ভাই ভাই-আমরা উভয়ই এখানে থাকার অধিকারী। পৃথক না থেকে ঐক্যবদ্ধ হলে আমরা অনেক কিছুই করতে পারব।”
এডেন নামে আরেজন বিক্ষোভকারী বলেন, “ফিলিস্তিনিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর শান্তি নিশ্চিত করতে হবে।” “জাতিবিদ্বেষ আমাদের বা ওদের কারও জন্যই শান্তি বয়ে আনতে পারবে না, ন্যায় বিচারও বয়ে আনতে পারবে না।”
ইসরায়েল সরকারের পশ্চিম তীর অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে এডেন বলেন, “অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে আমি ভীত। আমি মনে করি, পরিস্থিতি দাঙ্গায় রূপ নেবে। এমনকি যুদ্ধ বেধে যেতে পারে। আমরা এই পরিকল্পনা গ্রহণ করব না- এই পরিকল্পনায় শান্তি নেই।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ