Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:০০ এএম

বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামার কান্দী এলাকায় গতকাল শনিবার সকালে দ্রুতগামী পিকআপ চাপায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো-খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দর্জি শ্রমিক দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে কৃষক দুলাল হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইপাস সড়কের পাশে বসে গল্পে বিভোর ছিল ছিল দেলোয়ার ও দুলাল। সকাল ৭ টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এ ঘটনায় চালক-হেলপার পালিয়ে গেলেও পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপালের মর্গে পাঠিয়েছে এবং পিকআপটি রয়েছে পুলিশ হেফাজতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

৬ ফেব্রুয়ারি, ২০২২
২৮ ডিসেম্বর, ২০২০
১৯ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ