Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে করোনা আতঙ্কে আত্মহত্যা!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামের বোয়ালখালীতে পাঁচতলা কলেজ ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। স্থানীয়রা বলছেন নিজের করোনা হয়েছে এমন সন্দেহে আতঙ্কিত হয়ে সুমন দেওয়ানজী (৩৬) ছাদ থেকে লাফ দেন। গতকাল শনিবার জলিল আম্বিয়া কলেজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুমন ওই এলাকার হরি চৌকিদার বাড়ির টুন্টু দেওয়ানজীর ছেলে। পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু সাংবাদিকদের বলেন, সুমন শুক্রবার রাতে তার স্ত্রীকে জানায়- সে করোনায় আক্রান্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে নমুনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সকালে সে আত্মহত্যা করে। সুমন ৩ কন্যার জনক।
থানার ওসি আবদুল করিম বলেন, পারিবারিক কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। করোনাভাইরাস আতঙ্কের কথাও বলা হয়েছে। তবে করোনা হয়েছে এটা নিশ্চিত নয়। কারণ তার নমুনা টেস্ট করা হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ