পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) খানজর সেক্টরে আরো একটি ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এ নিয়ে চলতি বছর আটটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের ডিজি মেজর জেনারেল বাবর ইফতেখার এক টুইটে জানান, কোয়াডকপ্টারটি নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানের অভ্যন্তরে ৫০০ মিটার ঢুকে পড়ে। তিনি আরো জানান যে, চলতি বছর পাকিস্তান সেনাবাহিনী যতগুলো ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে সেগুলোর মধ্যে এটা অষ্টম। এক সপ্তাহ আগে আজাদ কাশ্মিরে আরো একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করে পাকিস্তান। পাকিস্তানী কর্মকর্তারা মনে করেন ভারত ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়াতে গোয়েন্দা ড্রোন পাঠাচ্ছে এবং তারা বিনা উষ্কানীতে গোলাবর্ষণ করছে, যা ২০০৩ সালের নভেম্বরে করা চুক্তির লঙ্ঘন। মেজর জেনারেল ইফতেখার গত বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে ভারত যদি কোনরকম সামরিক দু:সাহস দেখায় তাহলে তাহলে সমুচিত জবাব দেয়া হবে। তিনি আগুন নিয়ে না খেলতে প্রতিবেশী দেশটিকে সতর্ক করে দেন। ডন, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।