মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আজ শনিবার থেকে ২০ জুন পর্যন্ত ১৫ দিনের জন্য সউদী আরবের জেদ্দায় কারফিউ আরো কঠোর করে সময় পরিবর্তন করা হয়েছে। বিকেল ৩টা থেকে কারফিউ শুরু হয়ে সকাল ৬টায় শেষ হবে। এর আগে রাত ৮টায় কারফিউ শুরু হত। এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি অফিস, আদালতসহ মসজিদে নামাজ, রেস্তোরাঁ-ক্যাফে ও ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে অভ্যন্তরীণ ফ্লাইট, বাস ও ট্রেন চলাচল করবে এবং কারফিউ বহিভর্‚ত সময়ে পবিত্র মক্কায় প্রবেশ ও বের হওয়া যাবে। কারফিউকালে সামাজিক দ‚রত্ব বজায় না রাখলে মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে এমনটা জানিয়েছে সউদীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে প্রায় আড়াই মাস পর গতকাল জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে সউদী আরবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৫ মার্চের পর দেশটিতে শপিংমলসহ সব অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই সঙ্গে দেশটির সব মসজিদে নামাজ আদায় করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু দুই পবিত্র মসজিদ; মসজিদে হারাম ও মসজিদের নববিতে সীমিত পরিসরে জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু ছিল। তবে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল।
উল্লেখ্য, সউদী আরবে এ পর্যন্ত ৯৫ হাজার ৭৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যাদের মধ্যে মারা গেছেন ৬৪২ জন। গতকাল পর্যন্ত তিন দিনে সর্বোচ্চ সংখ্যক (৩০, ৩২ ও ৩১) কোভিড-১৯ রোগীর মৃত্যুর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র : সউদী গেজেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।