Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপরিবহনে ভাড়া বৃদ্ধি করে জনগণকে শোষণ করা হচ্ছে : প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১০:৩১ পিএম

করোনাভাইরাস মহামারীর সঙ্কটকালে গণপরিবহণে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে জনগণকে শোষণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
গতকাল এক ভিডিও বার্তায় প্রিন্সিপাল মাদানী বলেন, তেলের দাম না কমিয়ে এবং পরিবহন সেক্টরের সীমাহীন চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না করে পরিবহনের ভাড়া বাড়িয়ে জনগণকে শোষণ করছে সরকার। স্বাস্থ্য বিভাগে সীমাহীন দুর্নীতির কারণে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যখাতের প্রায় সব টাকা লুট হয়ে যাচ্ছে। ফলে জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেতুমন্ত্রীর খামখেয়ালির কারণে একসাথে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির নজির ইতিহাসে নেই। স্বাস্থ্যমন্ত্রী জনগণকে চিকিৎসা সেবা না দিয়ে এ বিভাগকে লুটতরাজে পরিণত করেছে।
তিনি বলেন, বিমানসহ অন্য কোন সেক্টরে ভাড়া বৃদ্ধি করা হয়নি। এ জন্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিত। গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রভাব সর্বত্র পড়তে শুরু করেছে। এ জন্য প্রতিনিয়িত দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। মাদানী আরও বলেন, কতিপয় মন্ত্রীর পকেট ভারি করতে এ ধরণের গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাড়া

১৫ সেপ্টেম্বর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ