Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরগির দাম নাগালে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে মাছ, গরু ও খাসির গোশতের দাম চড়া হলেও নাগালের মধ্যে আছে মুরগির দাম। ডিমের দামও কিছুটা বেড়েছে। শাক-সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে বাজারভেদে দামের তারতম্যও আছে।
গতকাল শুক্রবার বাজারে প্রতিকেজি ফার্মের মুরগি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হয়। সোনালিকা বিক্রি হয়েছে ২৪০-২৫০ টাকায়। আর দেশি মুরগির দাম ছিল ৪৫০-৪৮০ টাকা। হাড়সহ গরুর গোশত ৬০০ টাকা এবং হাড়ছাড়া ৭০০ টাকা এবং খাসি ৭০০-৭৫০ টাকায় বিক্রি হয়। ডিমের দাম কিছুটা বেড়ে প্রতি ডজন ৯০-৯৫ টাকা। বাজারে সামুদ্রিক ও দেশি মাছের সরবরাহ থাকলেও দাম বেশি। কোরাল প্রতিকেজি ৪৫০-৬০০ টাকা, ইলিশ আকারভেদে ৫০০-৯০০ টাকা, ছোট চিংড়ি ৫০০ টাকা, বড় চিংডি ৭০০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, কাতাল ২৮০-৩০০ টাকা, রুই ২৫০-২৭০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা, পাবদা ৩০০-৪০০ টাকা। প্রতিকেজি পটল ৩০-৩৫ টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, কাঁকরোল ৪০ টাকা আলু ২৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, টমেটো ৩০ টাকা, বেগুন ৩৫ টাকা, ঝিঙা ৪০ টাকা, গাজর ২৫ টাকা, শসা ২০ টাকায় বিক্রি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুরগি

১০ সেপ্টেম্বর, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২
৩০ অক্টোবর, ২০২১
১৬ অক্টোবর, ২০২১
২৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ