Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর এলাকায় ঢুকে পড়ায় মুরগি আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একটি নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ায় একটি মুরগিকে হাজতে নেওয়া হয়েছে। তবে মুরগিটি কোথা থেকে এসেছে বা কীভাবে পেন্টাগনে পৌঁছালো তা স্পষ্ট নয়। স্থানীয় একটি পশু কল্যাণ সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

ভার্জিনিয়ার অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ অব আর্লিংটন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সোমবার সকালে পেন্টাগনের কাছে মুরগিটিকে বিচরণ করতে দেখা যায়। প্রশ্ন হচ্ছে, কেন মুরগিটি রাস্তা পার হয়ে পেন্টাগনে প্রবেশের চেষ্টা করছিল।
অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ অব আর্লিংটনের মুখপাত্র চেলসি জোন্স বলেন, নির্দিষ্টভাবে পেন্টাগনের কোন স্থানে মুরগিটিকে পাওয়া গেছে তা তিনি জানাতে পারছেন না। কারণ এমনটির অনুমোদন নেই। শুধু জানাতে পারি, এটিকে একটি নিরাপত্তা চেকপয়েন্টে পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ