বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক-পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি কাঁচা গাজা,৭৫০ গ্রাম শুকনো গাজা,২০০ পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক-পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পূর্ব রামজীবন গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে গাজা কারবারি বিজু মিয়ার বাড়ির ভিতর আঙ্গিনায় লাগানো গাছ থেকে ১০ কেজি কাঁচা গাজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুচতুর বিজু সুকৌশলে পালিয়ে যায়। অপরদিকে পৌর সভার ১ নং ওয়ার্ড কন্নিপাড়ায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম শুকনো গাজাসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন কন্নিপাড়ার গোপেশ সরকারের ছেলে তাপস সরকার ও বামনজল গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া। এছাড়া ঝিনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক মামলা দায়ের করেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।