মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাসের নৈরাজ্যে বিপর্যস্ত সারা দুনিয়া। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ব্রাজিলেও হানা দিয়েছে মহামারি এই ভাইরাস। এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এতে করে ব্রাজিলের সামনে এখন শুধু যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতির মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, ‘মৃত্যুই সবার নিয়তি’। বুধবার (৩ জুন) ব্রাজিলের প্রেসিডেন্ট এমনটিই বলেছেন। অন্যদিকে, দেশব্যাপী সমালোচনার জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন তিনি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জন। মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৯ জনের। আর সুস্থ হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৯৯৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৬৬ লাখ ৯৭ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৬০ হাজার ২১৩ জন চিকিৎসাধীন এবং ৫৫ হাজার ৪৬০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩২ লাখ ৪৪ হাজার ৪২৩ জন সুস্থ হয়ে উঠেছে। এবং মারা গেছে তিন লাখ ৯৩ হাজার ১২৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।