নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোয় প্রতিটি দলকে ম্যাচে পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দেওয়া হয়েছে। লিগ কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, প্রতি ম্যাচের জন্য প্রতিটি দল নয় জন বদলি খেলোয়াড়ের নাম দিতে পারবে বলে জানানো হয় বিবৃতিতে। আগে যা ছিল সাত জন।
করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর ফুটবল মৌসুম শুরু হলে ঠাসা স‚চিতে বাড়তে পারে ফুটবলারদের চোট। সেই ভাবনায় আপাতত বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার ফিফার প্রস্তাব গত মাসের শুরুতে অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের ওপর। গত মাসে মাঠে ফেরা জার্মান বুন্দেসলিগা ইউরোপের প্রথম কোনো শীর্ষ লিগ হিসেবে এই নিয়ম কার্যকর করে। তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১৭ জুন পুনরায় শুরু হবে ইংল্যান্ডের শীর্ষ লিগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।