Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মো:সাদত উল্লাহ বান্দরবান থেকে | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৭:৪৭ পিএম

বান্দরবানে বজ্রপাতসহ অব্যাহত ভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। বুধবার সাড়ে তিনটায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল থেকে দুপুর ১২টার পর্যন্ত কিছুটা রোধ দেখা গেলেও এরপর থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মুসলিম পাড়ায় প্রচন্ড ঝড় বৃষ্টির শুরু হলে গোয়াল ঘরে আশ্রয় নেয়ার সময়
বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে নিহতের নাম জানা যায়নি। এসময় গোয়াল ঘরে একটি গরুও মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ আইন-শৃঙ্খলা বাহিনী। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় জানায়, বর্তমানে বৃষ্টির সাথে বজ্রপাতও বেড়ে গেছে। এতে বাড়তেছে হতাহতের ঘটনাও। বৃষ্টি শুরু হলেই এখন মানুষের মধ্যে আতংক দেখা দিচ্ছে। বিশেষ করে কৃষকদের মধ্যে এই আতংক দেখা দিচ্ছে বেশি।
এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, তিনটা সাড়ে তিনটার সময় বান্দরবানে মুসল ধারায় বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ার সঙ্গে বিকট শব্দে বজ্রপাতও প্রচুর হয়। ঐসময় বজ্রপাতে রাজবিলা এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাত

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ