মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস লকডাউনের কারণে প্রায় দশ সপ্তাহ বন্ধ থাকার পর ব্রিটেনের কিছু প্রাইমারি স্কুল গতকাল থেকে খুলেছে। প্রথম দিনেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রথম দিনেই প্রায় অর্ধেক বাবা-মা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাননি।
সংবাদ সংস্থা ডেইলি মেইলের খবরে জানা যায়, ব্রিটেনে শুধুমাত্র শিশু এবং ষষ্ঠ শ্রেণির ক্লাস খোলা হয়েছে। তবে প্রথম দিনেই প্রায় অর্ধেক বাবা-মা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাননি। সোমবার অনেক স্কুলে খোলার প্রস্তুতি নেয়নি। কিছু স্কুলে শিক্ষকও ছিলেন না।
স্কুল এবং কলেজের এসোসিয়েশন জানিয়েছে, প্রথম দিনে ৪০ শতাংশের মতো শিক্ষার্থী এসেছে। আবার অনেক স্কুল কর্তৃপক্ষ সরকারি নিষেধাজ্ঞা না মেনে বন্ধ রেখেছে। তারা অন্তত আরো এক সপ্তাহ বন্ধ রাখতে চান।
শিশুদেরকে এই মহামারির মধ্যে স্কুলে পাঠানো কতটা নিরাপদ তা নিয়ে ব্রিটেনে ব্যাপক বিতর্ক আছে। তবে সার্বিকভাবে মনে করা হয় যে শিশুদের এই ভাইরাসে অসুস্থ হওয়ার ঝুঁকি একেবারেই কম।
বিশ্বে এখন পর্যন্ত করোনার যে সংক্রমণ ঘটেছে তাতে দেখা গেছে যে শিশুদের মধ্যে সংক্রমনের হার মাত্র ১ থেকে ৫ শতাংশের মধ্যে। আর মৃত্যুর ঘটনা একেবারেই বিরল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।