Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস দুর্বল হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৯:২৭ এএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস খুব শিগগির দুর্বল হয়ে পড়বে বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান। সোমবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলোর জানান যে, করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ছে। ক্লিনিক্যালি এ ভাইরাস আর এখন ইতালিতে নেই। তার এই মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ মন্তব্য করা হলো।

মাইকেল রায়ান আরও বলেন, অনেক বেশি পরীক্ষার ফলে এখন হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন।

এদিকে ইতালিতে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ হাজার ৪৭৫ জন। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ