Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকার বিদ্বেষী নীতির মোকাবিলায় ভেনিজুয়েলা একা নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৯:২৭ এএম

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার দেশের জন্য পাঁচটি তেল ট্যাংকার পাঠানোর জন্য আবারো ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার ইরানের পঞ্চম ও সর্বশেষ তেল ট্যাংকার ভেনিজুয়েলার একটি বন্দরে নোঙর করার পর প্রেসিডেন্ট মাদুরো এক টুইটার বার্তায় ওই কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইরান থেকে তেল ট্যাংকার আসার ঘটনায় প্রমাণিত হয়েছে, আমেরিকার বিদ্বেষী নীতির মোকাবিলায় ভেনিজুয়েলা একা নয়।

ইরানের সরকার ও জনগণকে উদ্দেশে করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার বার্তায় আরো বলেন, “আমি ইরানি ভাইদের সাহস ও সহযোগিতার প্রশংসা করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” এর আগে গত সপ্তাহেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে পরিশোধিত তেল ও তেলজাত পণ্য পাঠানোর জন্য ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন।

ভেনিজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হলেও সাম্প্রতিক সময়ে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল শোধনাগারগুলো একের পর এক কার্যক্ষমতা হারায়। ফলে পরিশোধিত তেলের মারাত্মক সংকটে পড়ে ভেনিজুয়েলা। এ অবস্থায় ইরান পাঁচটি ট্যাংকারে করে দেশটিতে প্রায় ১৫ লাখ ব্যারেল পরিশোধিত তেল পাঠায়।

ইরান ও ভেনিজুয়েলা দুই দেশের জ্বালানী খাতের ওপরই আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় এই জ্বালানী সরবরাহ বাধা দেয়ার হুমকি দেয় মার্কিন সরকার। দেশটি ইরানি তেল ট্যাংকারকে বাধা দেয়ার জন্য ক্যারিবিয়ান সাগরে নৌবাহিনী পাঠিয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনিজুয়েলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ