Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রক্তাক্ত চাকুসহ আটক দুই ছিনতাইকারী

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:১১ এএম

রাজশাহীর মোহনপুরে গত রোববার রাতে নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাই মামলার দুই আসামি আল আরাফাত হোসেন (১৯) ও শাকিল আহম্মেদ (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে আশরাফুল ইসলাম বাদি মোহনপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেছেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোস্তাক আহম্মেদ জানান, গত রোববার মোহনপুর উপজেলার বাদেজুল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৯) ওষুধ কোম্পানির কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরছিলেন। রাত আনুমানিক ১১ টার সময় উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের নন্দনহাট ব্রীজের কাছে পৌঁছামাত্রই ছিনতাইকারীরা তাকে পথরোধ করে ধারালো চাকু ও পাইপ দিয়ে মারপিট করে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। ফারুক হোসেনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা মোটরসাইকেল রেখে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করান স্থানীয়রা। মোহনপুর থানার পুলিশের উপ-পরিদশক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, রোববার রাতে মামলা দায়ের করার পর ভোররাতে মৌগাছি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো রক্তমাখা চাকু, ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইকারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ