মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব লাদাখের নিকটস্থ দুই বেস ক্যাম্পে ভারী যুদ্ধ সামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান ও কম্ব্যাট যানবাহন মজুদ রাখার কাজ শুরু করেছে ভারত ও চীন। সেনা সূত্রে এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গত ২৫ দিন ধরে তিক্ত স্ট্যান্ড অফে লাদাখে মুখোমুখি দুই দেশের সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে যুদ্ধের ডামাডোলের শঙ্কা জাগালো দুই দেশের অস্ত্র মজুদের ঘটনা। সমস্যার সমাধান খুঁজতে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলার মাঝেই সীমান্তে বাড়ানো হচ্ছে ক্ষমতা। বিতর্কিত এই অঞ্চলে ভারতীয় বিমানবাহিনী আকাশপথেও কড়া নজরদারি রাখছে। পূর্ব লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলওএসি) বরাবর ধীরে ধীরে অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে চীনের সেনাবাহিনী। ভারতও পাল্টা জবাব দিতে তৈরি হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে তারা সমুচিত জবাবের প্রস্তুতি নিচ্ছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরবে না বলে হুঁশিয়ারি তাদের। শুধু অস্ত্রই নয়, প্যাংগং সো ও গালওয়ান উপত্যকায় সেনা সদস্য বাড়ানোর কথা জানিয়েছে ভারতের সেনাবাহিনী। একই অঞ্চলে চীনও মোতায়েন করেছে প্রায় আড়াই হাজার সেনা। বাড়ছে অস্থায়ী ছাউনি। গত ৫ মে পূর্ব লাদাখের সীমান্তে ভারত ও চীনের আড়াইশর সৈন্যের মধ্যে বাকবিতন্ডা হয়। তারই জের ধরে চলছে এই অস্থিরতা। এনডিটিভি এ খবর জানায়। অপরদিকে, লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে চীনা সেনাদের হাতে ভারতের সেনাদের রক্তাক্ত হতে দেখা যায়। এই ভিডিও প্রকাশে নাখোশ হয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাদের বক্তব্য, ভিডিওটি যারা ছড়িয়েছেন তারা ‘সত্যতা যাচাই’ করেননি। যদিও এ নিয়ে আসাদউদ্দিন ওয়াইসিসহ ভারতের রাজনীতিকরা কেন্দ্রীয় সরকারের বক্তব্য দাবি করেছেন। দুই মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে লাদাখের প্যাংগং সো লেকের ধারে ভারতীয় এবং চীনা সেনার মধ্যে সংঘর্ষ এবং এতে ভারতীয় জওয়ানদের রক্তাক্ত হতে দেখা যায়। ওই লেক ঘিরেই ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। দুপক্ষই সীমান্তে সৈন্য-সামন্ত জড়ো করেছে বলে খবরে এসেছে। কিন্তু ভিডিওটির ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর দাবি, সেটির সত্যতা যাচাই করা হয়নি। তারা বলছে, উত্তর সীমান্তের পরিস্থিতির সঙ্গে কোনো কিছুর যোগ দেখানোর যে কোনো চেষ্টা ‘অবৈধ’। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।