Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মলদ্বারে আস্ত মদের বোতল ঢুকিয়ে দিল এক মদ্যপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ২:৩৮ পিএম

মদ অসংখ্য মানুষের অকাল মৃত্যুর কারণ এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভয়ঙ্কর দুর্দশার কারণ। মানুষের সমাজে অসংখ্য সমস্যার নেপথ্যে আসল হেতু এই ‘এলকোহল’ বা মদ। মদের অভাবে আত্মহত্যা, রং করার বার্নিস ইত্যাদি খেয়ে প্রাণ হারানোর মতো বহু ঘটনা এসেছে সংবাদ শিরোনামে। কিন্তু তাই বলে নেশার ঘোরে মদের বোতল মলদ্বার দিয়ে ঢুকিয়ে দেওয়ার ঘটনা রীতিমতো চমকে দিয়েছে অনেককে! এর পর অসুস্থ মদ্যপকে বাঁচাতে হিমশিম খেতে হয়েছে হাসপাতালের চিকিৎসকদেরও।
চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার পেটে মারাত্মক যন্ত্রণা নিয়ে নাগাপট্টিনামের একটি সরকারি হাসপাতালে ভর্তি হন বছর উনত্রিশের এক যুবক। স্ক্যান করার পর রিপোর্ট হাতে পেয়ে তাজ্জব বনে যান চিকিৎসকরা। তারা দেখেন যুবকের পাকস্থলীর ভিতরে ঢুকে রয়েছে আস্ত একটা কাচের বোতল! এর পরই অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দীর্ঘ দুই ঘণ্টার অস্ত্রপচারের পর যুবকের পাকস্থলী থেকে বোতলটি বের করতে পারেন তারা।
জ্ঞান ফেরার পর যুবকের থেকে চিকিৎসকরা জানতে চান, কী ভাবে ওই বোতল তার পাকস্থলীতে পৌঁছাল? উত্তরে যুবক যা বলেন তা শুনে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। যুবক জানান, নেশার ঘোরে তিনি নিজেই ওই বোতলটি মলদ্বার দিয়ে ঢুকিয়ে ফেলেছিলেন। তার পর যন্ত্রণায় জ্ঞান হারান! সূত্র: জিনিউজ



 

Show all comments
  • মোঃমাসুম সুলতান ১ জুন, ২০২০, ৩:২৮ পিএম says : 0
    যে কেউ নাদেখে বলতে পারবে এরকম ঘটনা ভারতেই ঘটতে পারে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ