Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াই মাস পর খুলল আল আকসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১১ এএম

করোনা সংক্রমণ কমে আসায় দীর্ঘ আড়াই মাস পর ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ খুলে দেয়া হয়েছে। খুলে দেয়ার পর গতকাল মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় সর্বোচ্চ সম্মানিত এ স্থাপনাটিতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৫ মার্চ আল আকসা মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়। মাঝখানে পুরো রমজান এবং পবিত্র ঈদুল ফিতর অতিবাহিত হয়েছে। ওই সময় মুসলমানদের অনুরোধের পরও কর্তৃপক্ষ খুলে দেয়নি মসজিদটি। এবার আল আকসা খুলে দেয়ার পাশাপাশি কিছু নির্দেশনাও দেয়া হয়েছে মুসল্লিদের জন্য। প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে, জায়নামাজ নিয়ে যেতে হবে বাসা থেকে এবং অবশ্যই নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজের কাতারে দাঁড়াতে হবে। দীর্ঘ ৭৫ দিন পর গতকাল ভোরে দলে দলে মানুষ সেখানে ফজরের নামাজ আদায় করেন। তাদের মধ্যে একজন জেরুজালেমের বাসিন্দা উম হিশাম বলেন, ‘মসজিদটি খুলে দেয়ার পর মনে হচ্ছে আমি আবারও শ্বাস নিতে পারছি।’

আল-আকসা মসজিদ এবং রকরের গম্বুজ বিশিষ্ট ধর্মীয় স্থানটি মার্চ মাসে কোভিড -১৯ এর বিস্তারকে সীমাবদ্ধ করার ব্যবস্থার অংশ হিসাবে এর দরজা বন্ধ করে দিয়েছিল। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ