পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে এক ফিলিস্তিনি শহীদ হওয়ার স্বীকারোক্তি দিয়েছে ইসরাইল। অস্ত্র বহনকারী সন্দেহে ওই ফিলিস্তিনিকে হত্যা করা হলেও পরে জানা গেছে তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল থার্টিন নিউজ বলেছে, নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন এবং তার হয়ত মানসিক স্বাস্থ্য-জনিত সমস্যা থাকতে পারে। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানিয়েছেন, শনিবার সকালে পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, পুলিশের টহল ইউনিট এক ব্যক্তির হাতে পিস্তলের মতো বস্তু থাকার সন্দেহ করে। তারা ওই ব্যক্তিকে থামতে বলে এবং ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজনকে
গুলি করে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।