Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্ক সিটি পুনরায় খুলছে ৮ জুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ২:৪৮ পিএম

করোনাভাইরাস মহামারী চলাকালীন নিউইয়র্ক রাজ্যের সর্বশেষ বন্ধ অঞ্চল নিউ ইয়র্ক সিটি প্রথম ধাপে ৮ জুন থেকে খোলার তারিখ ঘোষণা করেছে শহরটির গভর্নর অ্যান্ড্রু কুওমো । তিনি সবাইকে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে সতর্কভাবে চলাফেরা করার আহ্বানও জানিয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৫টি শহর খোলার আশা প্রকাশ করেছেন তিনি।-নিউইয়র্ক টাইমস, সিবিএস

তিনি জানান , ব্রঙ্কস , ব্রুকলিন এবং কুইনস জুড়ে করোনার হটস্পটগুলোয় সংক্রমণ আরও কমাতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে রাজ্য ও শহরগুলোর সরকার কাজ করবে। একই সঙ্গে তারা অনলাইনে কন্ট্রাক্ট ট্রেসিং পর্যবেক্ষণ করবেন এবং আরও পিপিই ও মাস্ক বিতরণের কাজ করবেন।

নিউইয়র্কে ৪ লাখ কর্মীকে ফিরিয়ে আনার ঘোষনা দেন কুওমো। শহরটির বন্ধ থাকা সেলুনের মত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হবে। জন হপকিন্স বি শ্ব বিদ্যালয়ের পরিসংখ্যানে , নিউইয়র্কে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজারের বেশি এবং মারা গেছেন ২৩ হাজার ২৮২ জন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ