Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

পাশের হার ৮২.৭৩ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১২:৩৯ পিএম

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৮২.৭৩ ভাগ। আজ রবিবার বেলা ১২ টার দিকে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের নিকট ফলাফল হস্তান্তর করেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ৮টি জেলার ২ হাজার ৬ শত ৪৬ টি বিদ্যালয় থেকে ২৭১ টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৯২ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯১ হাজার ৮২১ জন । অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১ শত ৫৮ জন । এদের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

গড় পাশের হার ৮২.৭৩ ভাগ। ছাত্রদের পাশের হার ৮১.২২ ও ছাত্রীদের পাশের হার ৮৪.৩২ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৬ হাজার ৩শত ২৬ জন । জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৭ শত ৬০ জন ।


উল্লেখ্য য়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের এস,এস,সি পরীক্ষায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার চকরামপুর উচ্চ বিদ্যালয়ের কোন পরীক্ষার্থী পাশ করেনি । এই বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ জন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ