Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষস্থান দখলে বিজ্ঞানীদের চিঠি দিলেন জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১২:০২ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সে দেশের বিজ্ঞানীদের চিঠি দিয়েছেন শুক্রবার। ওই চিঠিতে তিনি বিজ্ঞানীদের উৎসাহ দিয়ে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে সারাবিশ্বে শীর্ষস্থান দখল করতে হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কর্মী দিবস উপলক্ষে সেই চিঠি লেখেন শি জিনপিং। জানা গেছে, চীনের প্রেসিডেন্টের ওই চিঠি ২৫ জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন- ইয়ান লংপিং, ঝং ন্যানশান এবং ইয়ে পেইজিয়ান। ওই ২৫ জন ছাড়াও চীনের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের উৎসাহ দিয়ে জিনপিং বলেছেন, দক্ষ হাতে খুঁটিনাটি থেকে শুরু করে বড় ধরনের প্রযুক্তি আবিষ্কার করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে সারাবিশ্বে চীনকে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি। সিজিটিএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিনপিং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ