মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির বরাত দিয়ে দেশটির মেডিকেল সিন্ডিকেটের প্রধান ডাক্তার হুসেন খায়রি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে যেসব ডাক্তার মারা যাবেন, তাদের শহীদের মর্যাদা দেয়া হবে। পাশাপাশি তাদের পরিবারের পাশেও দাঁড়াবে দেশটির সরকার। -দৈনিক আরহাম, আলজাজিরা
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, যেসব ডাক্তার করোনায় মারা যাবে, তাদেরকে পুলিশ ও স্বশস্ত্র বাহিনীর সদস্যদের মতো শহীদের মর্যাদা দেয়া হবে। তাদের পরিবারকে রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল সিসি ঘোষিত তহবিল থেকে ক্ষতিপূরণ দেয়া হবে। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশটির মেডিকেল সিন্ডিকেটের নেতারা। এসময় তিনি এসব কথা বলেন।
বৈঠকে মেডিকেল সিন্ডিকেটের পক্ষ থেকে করোনার বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম , যথাযথ প্রশিক্ষণ , মেডিকেল স্টাফদের জন্য আলাদা পিসিআর টেস্ট , আলাদা আইসোলেশন হাসপাতাল , নতুন ডাক্তার নিয়োগের বিষয়গুলো তুলে ধরা হয়। মিশরে এ পর্যন্ত করোনাভাইরাসে ২০ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৪৫ জন। সুস্থ হয়ে উঠেছে ৫ হাজার ৩৯৫ জন। মেডিকেল সিন্ডিকেটের মতে গেল এক সপ্তাহে দেশটিতে ৩৫০ জন ডাক্তার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।