বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় ঘুড়ি উড়াতে গিয়ে আব্দুল আজিজ(২৫)নামে এক কুলি(দিনমজুর)এর বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। আব্দুল আজিজ উপজেলার বড়চওনা চাঁনপাড়ার দুলাল মিয়ার ছেলেও দুলাল মিয়াও বড়চওনা বাজারের কুলি(দিনমজুর)। পারিবারিক সূত্রে জানা যায়,করোনা ভাইরাসের কারনে গুপরিবহন না চলায়,দোকানপাট বন্ধ থাকায় বেকার বাড়িতে থাকায় বৃহস্পতিবার বিকালে আব্দুল আজিজ ঘুঁড়ি উড়াতে যায়। এসময় তার ঘুঁড়ির সুতা বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুতের খুঁটিতে উঠে ঘুঁড়ির সুতা ছাড়াতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে খুঁটি থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জরুরী বিভাগের চিকিৎসক শামীমা আক্তার বলেন,হাসপাতালে পৌছানোর পূর্বেই আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।