মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে প্রথমবারের মতো কৌশলগত স্টিলথ ভারী বোমারু বিমান তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। আশা করা হচ্ছে, আগামী বছর এ বিমান তৈরির কাজ শেষ হবে।
বিমানটি চালু করা হলে তা হাইপারসনিক অস্ত্রসহ দীর্ঘ পাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে সক্ষম হবে। রাষ্ট্র পরিচালিত ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের দুজন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
বার্তা সংস্থার খবর অনুযায়ী, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নতুন বিমান তৈরি প্রকল্প দেখভাল করছে। নতুন এ বিমানের নাম হবে পাক দা (পিএকে ডিএ) যা মার্কিন নির্মিত নর্থ্রপ গ্রুম্যান বি-টু স্পিরিট সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমেরিকার এ বিমান ১৯৯৭ সালে মার্কিন বাহিনীতে যুক্ত করা হয়।
বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, বিমান তৈরির জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ নেয়া হয়েছে এবং বোমারু বিমানের ককপিট নির্মাণের কাজ শুরু হয়েছে। একটি সূত্র জানিয়েছে, এ বিমানের নির্মাণকাজ ২০২১ সালে শেষ হবে।
রাশিয়া এর আগেই নিজেদের প্রযুক্তিতে স্টিলথ যুদ্ধবিমান তৈরি করেছে যা সুখই এসইউ-৫৭ নামে পরিচিত।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।