মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১ জুন থেকে চালু হচ্ছে ইংল্যান্ডের স্কুলগুলোর প্রস্তুতি নিতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
পরিকল্পনামত আগামী ১লা জুন থেকে ইংল্যান্ডের স্কুলগুলি চালু করা হবে। এজন্য স্কুলের শিক্ষক ও অভিভাবকদের প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
যদিও তিনি নিজেও স্বীকার করেছেন সবকয়টি স্কুল এক সাথে চালু করা সম্ভব নাও হতে পারে। গত রবিবার করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত প্রেসকনফারেন্সে তিনি স্কুল চালুর বিষয়টি নিশ্চিত করেন।
বরিস জনসন বলেন, প্রথমে রিসিভশন, ইয়ার ওয়ান, ইয়ার টু ও ইয়ার সিক্স এর ছাত্র-ছাত্রীরা স্কুলে যাবে।
তিনি স্কুলের শিক্ষক ও অভিভাবকদের বসে আন্তরিকতার সাথে স্কুল চালু করার পরিকল্পনা নেয়ার আহবান করে বলেন
শীঘ্রই সরকারের পূণাঙ্গ গাইডলাইন প্রকাশ করে হবে।
উল্লেখ্য করোনাভাইরাসের মহামারি শুরু হলে গত ২০ মার্চ থেকে ব্রিটেনের স্কুলগুলি বন্ধ করে দেয়া হয়।
তবে স্কুল চালু করা নিয়ে শিক্ষক ইউনিয়নসহ অভিভাবকদের মধ্যে এখনো বেশ মতভেদ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।