মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ সত্ত্বেও ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) ভেনিজুয়েলার টেলিভিশনে প্রচারিত এক বার্তায় ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ইরানের সঙ্গে যেকোনো সময় যেকোনো মাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। ফার্সি ভাষায় ইরানি জনগণকে সালাম জানিয়ে বার্তাটি শুরু হয়।
আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে তেহরান-কারাকাস গভীর বাণিজ্যিক সহযোগিতা হোয়াইট হাউজের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। ইরান থেকে পরিশোধিত তেলবাহী কয়েকটি ট্যাংকার ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর পাওয়ার পর মার্কিন সরকার ক্যারিবিয়ান সাগরে নৌবাহিনী পাঠিয়েছে। ইরানি তেল ট্যাংকারের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করার লক্ষ্যে আমেরিকা এ পদক্ষেপ নেয় যার বিরুদ্ধে তেহরান কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক প্রতিবাদলিপিতে আমেরিকার এ পদক্ষেপকে ‘জলদস্যুবৃত্তি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, মার্কিন সরকার ইরানি তেল ট্যাংকারের চলাচলে বাধা দিলে সংঘাত সৃষ্টি হতে পারে যার পুরো দায় ওয়াশিংটনকে বহন করতে হবে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।