গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
করোনা আক্রান্ত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই এ তথ্য নিশ্চিত করেন অপু। ওই পোস্টে অপু উল্লেখ করেন, গত ৪ দিন আগে আমার শরীর খারাপ অনুভুত হয়। জ্বরের মত উপসর্গ দেখা দেয় শরীরে। এরপর আমি নিজ বাসায় আলাদা রুমে আইসোলেশনে চলে যাই। এরপর করোনা পরীক্ষার জন্য যোগাযোগ করে নমুনা দিলে আজ রিপোর্ট এসেছে করোনা পজেটিভ।
তিনি আরো উল্লেখ করেন, করোনা দূর্যোগে তিনি প্রায় প্রতিদিনই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অফিস করেছেন। পাশাপাশি মন্ত্রণালয়ের করোনা সেলেও দায়িত্ব পালন করেছেন। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেটেড হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।