মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে করোনায় আক্রান্ত মায়েরা জন্ম দিলো শতাধিক সুস্থ শিশু।মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে জন্ম নিয়েছে ১১৫ টি শিশু। যাদের মায়েরা করোনায় আক্রান্ত থাকলেও অধিকাংশ শিশু সুস্থ রয়েছে। -বিবিসি, এনডিটিভি, দ্য হিন্দু
তবে পরীক্ষার পর দেখা যায়, মাত্র তিন শিশুর কভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে। মায়েদের মধ্যে দুইজন করোনায় মারা গেছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে শিশু জন্মদানের আগেই।
এনডিটিভি জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, জন্মগ্রহণকারী ৫৬ টি শিশু ছেলে এবং ৫৯টি মেয়ে। ৬৫ জন চিকিৎসক এবং দুই ডজন নার্সের তত্ত্ববধায়নে এসব শিশুর জন্ম হয়। ৪০ শয্যার হাসপাতালটিতে আরও ৩৪টি শয্যা যুক্ত করা হচ্ছে। আরও বেশি প্রসূতি নারীকে সেবা দিতে নেয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
দ্য হিন্দুর লাইভ আপডেট বৃহস্পতিবার সকালে জানায়, এখন পর্যন্ত ভারতে এক লাখ ১২ হাজার ৪৫০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।