Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

জাকার্তায় ৪ জুন পর্যন্ত লকডাউন বেড়েছে

রয়টার্স | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের প্রসার প্রতিরোধের অংশ হিসেবে ইন্দোনেশিয়া গত মঙ্গলবার তার বৃহৎ আকারের সামাজিক নিষেধাজ্ঞাগুলি ৪ জুন পর্যন্ত বাড়িয়েছে। ইন্দোনেশিয়া আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষকে তাদের নিজস্ব ব্যবস্থা চাপিয়ে দেয়ার অনুমতি দিয়েছে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়টি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির যথেষ্ট প্রমাণ পায়।

জাকার্তার গভর্নর অ্যানিজ বাসওয়াদান একটি ভিডিও কনফারেন্সে বলেছেন, ‘যত লোক বাড়িতে থাকেন, সেখানে সংক্রমণ কম হয়’। ‘যদি আমরা শৃঙ্খলাবদ্ধ থাকি তবে এগুলো চূড়ান্ত (সীমাবদ্ধতা) হতে পারে’।

তিনি পবিত্র রমজান মাসে সন্ধ্যা ও রাতের বেলা লোকদের বাড়িঘর ছেড়ে দেয়ার কারণকে এই বর্ধনের পিছনে কারণ বলেছিলেন। জাকার্তা তার স্কুলগুলিও বন্ধ করে দিয়েছে এবং বেশিরভাগ দোকান এবং মল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় ১ কোটি লোকের শহরটিতে ৬ হাজার ১৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ৪৭০ জন মারা গেছে। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ১৮,৪৯৬ সংক্রমণ এবং ১,২২১ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ