মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্ব দেবে বলে সাফ জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসিস। মঙ্গলবার সংস্থার বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন। আধানম বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার যে সুতাটিকে ছিন্ন করার হুমকি’ করোনাভাইরাস দিচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেসব সদস্য রাষ্ট্র সংস্থাটির প্রতি তাদের সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি। মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে করোনা পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা সাড়ার ম‚ল্যায়ণ করতে একটি প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান একে স্বাগত জানিয়ে বলেন,‘আমরা যে কারো দায়বদ্ধতা চাই। আমরা বৈশ্বিক প্রতিক্রিয়ার সমন্বয় করতে কৌশলগত নেতৃত্ব অব্যাহত রাখব।’ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুদান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া এবং ওয়াশিংটনের সদস্যপদ প্রত্যাহারের যে হুমকি দিয়েছিলেন সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি আধানম। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।