Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল সরবরাহ চিরতরে বন্ধের হুমকি ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৪:২০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হুমকি দিয়েছেন, আগামী এক মাসের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি না ঘটলে সংস্থাটিকে তহবিল দেওয়া বন্ধ করে দেওয়া হবে এবং একই সঙ্গে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

করোনা মোকাবিলায় অব্যবস্থাপনা এবং ঘটনা আড়াল করার ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে মধ্য এপ্রিলে ওয়াশিংটন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন সাময়িক স্থগিত করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে পাঠানো চিঠির ইমেজ সোমবার টুইট করে ট্রাম্প জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর কোন অগ্রগতি দেখাতে না পারে, তাহলে সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল সরবরাহের অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী করা হবে এবং সংস্থাটিতে আমরা সদস্য থাকবো কিনা সেটি বিবেচনা করা হবে।’
এর আগে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পুতুল বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত এপ্রিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানমকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা পরিষ্কার যে, মহামারিতে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের ক্রমাগত ভুল পদক্ষেপের কারণে পুরো বিশ্বকে চরম মূল্য দিতে হচ্ছে।
তিনি বলেন, এ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে, চীনের কাছ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীনতা অর্জন করা।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার প্রশাসন ইতোমধ্যেই সংস্থাটির সংস্কারের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। কিন্তু এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সূত্র : বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ