Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের শিক্ষাখাতে ৪২৮ কোটি টাকা দিয়েছে ইইউ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০২ পিএম

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জোরদার করতে ৪২৮ কোটি টাকা (৪৬.১২ মিলিয়ন ইউরো) দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকাস্থ ইইউ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিক্ষা খাতে মূলত জাতীয় সংস্কারের জন্য বাংলাদেশ সরকারকে ৪২৮ কোটি টাকা স্থানান্তর করেছে। এই অনুদানের মাধ্যমে ইইউ স্থায়ী উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিসহ মানব পুঁজি উন্নয়নে, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে সরকারের প্রতিশ্রুতি স্বীকৃতি ও সমর্থন করে।
বাংলাদেশের বাজেট সমর্থন ‘হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম- ২০২১’ এর আওতায় প্রযুক্তিগত বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের উপর সুনির্দিষ্ট ফোকাস করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি এবং দক্ষতা বিকাশের নীতিমালা অনুসারে ইইউ একটি বিস্তৃত শিক্ষা এবং দক্ষতা বিকাশের পদ্ধতির দিকে বাংলাদেশ সরকারের নিজস্ব সংস্কার এজেন্ডা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে অবদান রাখছে।
এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত রেনসে তিরিংক বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা মৌলিক অঙ্গ। ইইউ এ ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার মূল স্থানে রয়েছে। বাংলাদেশের জনগণ শিক্ষার সর্বাধিক সুবিধা অর্জন করবে। ইইউ বাংলাদেশকে তার শিক্ষাব্যবস্থা জোরদার করা এবং মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রয়াসকে সমর্থন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ