Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নাজেহাল ব্রাজিল, আক্রান্ত আড়াই লাখ ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১০:৩০ এএম

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩৬৮ এবং মারা গেছে ১৬ হাজার ৮৫৩ জন।

ইতোমধ্যেই সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৪৫৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৩৮ হাজার ৫৬টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। প্রথমদিকে ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল একেবারেই কম। তবে চলতি মাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি।

বিশ্বে ২১৩টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান চতুর্থ।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৪০ জন এবং মারা গেছে ৬৭৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ