Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইংল্যান্ডের ব্লাকবার্নে গুলিবিদ্ধ হয়ে যুবতীর মৃত্যু

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৯:২৭ এএম

ইংল্যান্ডের ব্লাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় সলফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি সন্দেহভাজন গাড়ী থেকে গুলি করা হয়। সে তখন পরিবারের সদস্যদের সাথে শপিংয়ে এসেছিলো।

রবিবার (১৭মে ) দিনের বেলা তিনটায় আয়া হাশেম (১৯) নামক লেবানিস বংশোদ্ভুত এই যুবতীকে গুলি করা হয়। সে স্থানটি তার ঘর থেকে প্রায় ১মাইলের কম দূরত্ব হবে।

পুলিশ এঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারনা ওয়েলিংটন রোড়ে যে গাড়ী থেকে গুলি করা হয়েছে তা একটি টয়োটা অ্যাভেনসিস গাড়ী ব্যবহার করা হয়েছিলো। গাড়ীটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
ল্যাংকাশায়ার পুলিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে।

আয়ার পিতা ইসমাইল মেয়েকে হারিয়ে বলেছেন, আমার বড়ে মেয়ে বেশ সাহসী ছিলো। ৪ সন্তানের এই পিতা ফেইসবুকে আইনজীবী আয়া ইসমাইল হাসেম এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি লিখেন হে আল্লাহ আমাদের ধৈর্য ও সান্ত¦না দাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ