Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একেই বলে বাপকা বেটা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন। এবার করোনাভাইরাস নিয়ে মন্তব্য করলেন তার ছেলেও। কীভাবে আমেরিকা থেকে এই ভাইরাস দূর হবে তা নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তিনি বলেছেন, নির্বাচনের পরদিন ‘জাদুর বলে’ করোনাভাইরাস দূর হয়ে যাবে। এরিকের দাবি, ডেমোক্রেটদের কর্মকান্ডের কারণে আমেরিকায় প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সামনের নির্বাচনে তার বাবা ডোনাল্ড ট্রাম্প যেন জিততে না পারেন সে জন্যই নাকি এই ‘কারসাজি’। এরিক ফক্স নিউজের সঙ্গে আলাপকালে বলেন, ‘ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এটি খুব পছন্দ করছেন।’ ‘তারা মনে করছেন করোনা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন লড়াই থেকে দূরে সরানো যাবে।’ আমেরিকায় নভেম্বরের প্রথম সপ্তায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তার আগে করোনার কারণে ট্রাম্প বেশ চাপে পড়েছেন। এমন সময় বাবার হয়ে কথা বলতে গিয়ে এরিকের মন্তব্য, ‘নিশ্চয়ই দেখেছেন তারা সব সময় বর্তমান পরিস্থিতির সঙ্গে নভেম্বরের ৩ তারিখকে মেশানোর চেষ্টা করছে।’ ‘ভাবুন ব্যাপারটা কী-৩ নভেম্বরের পর জাদুর বলে করোনাভাইরাস দূর হয়ে যাবে। দেখবেন তখন সব খুলে দেওয়া সম্ভব হবে।’ ইউএসএ টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ