Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ১৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ২:১৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কর দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার কালাপাহাড়িয়ার ইউনিয়নের কদমীরচর গ্রামের সাত্তার ও বাদশা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার বেশ কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়।
জানা যায়, রোববার সাত্তার গ্রুপের নুরুল ইসলামের মাছ ধরার ঘের থেকে দুটি বাঁশ নিয়ে যায় বাদশা গ্রুপের একজন। পরে এটি নিয়ে বাদশা গ্রুপের কাছে জিজ্ঞাসা করতে গেলে সেখানে তাদের দুজনকে আহত করে বাদশা গ্রুপের লোকজন। এ ঘটনার সুত্র ধরে সোমবার সকালে যুবলীগ নেতা সাত্তার গ্রুপ লাঠিসোটা দাঁ সহ দেশীয় অস্ত্র নিয়ে বাদশা গ্রুপের উপর হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ১৫ জন আহত হয়।
এতে উভয়পক্ষের আহতরা হলেন- সুরিয়া, আমেনা, রেজাউল হক, বিল্লাহ, বিল্লাল হোসেন, নবী হোসেন,আমীর হামজা, আদম আলী,আলাউদ্দিন, বাদশা মিয়া, গিরিস আলী, জজ মিয়া, নার্গিস, জান্নাত, বাচু মিয়া, কবির হোসেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ