Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চাঁদপুরে লকডাউন কার্যকরে ফের প্রচারাভিযান

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১০:০২ এএম
চাঁদপুরে করোনা মহামারি প্রকট আকার ধারণ করায়  ফের শতর্কতামুলক প্রচারাভিযান শুরু হয়েছে। শনিবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা  মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল চাঁদপুরে লকডাউন পরিস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ কারণে জেলা প্রশাসন রোববার সকাল থেকে তথ্য অফিসের মাধ্যমে শহরে প্রচারাভিযান শুরু করেছে।
তাতে বলা হয় পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত শহরে কোনো প্রকার সিএনজি স্কুটার, অটো বাইক, ইজি বাইক এমন কি ব্যাটারী চালিত রিক্সা চলাচল  নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সকল শপিংমল পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
একই সাথে শহরে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। সতর্কতামূলক বার্তা দিয়ে যানবাহন চালকদের দ্রুত যার যার গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ