মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সউদী আরব সরকার। এরপরও দেশটিতে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সউদী আরবে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০২ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১৬ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৬৬ জন।
সউদী আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৮৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেও দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্তের গড় ছিল ১ হাজার ৫০০ জন। গত ২ মার্চ সউদী আরবে প্রথম করোনা সংক্রমণ রেকর্ড করা হয়। এরপর থেকেই দেশটিতে প্রতিদিন আক্রান্তের হার বাড়ছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।