Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুদ্ধ রাজনৈতিক প্রতিষ্ঠান এবং মূল্যবোধের সঙ্কেত

নারী নেতৃত্বে করোনায় সুফল কেন ১

দ্য নিউ ইয়র্ক টাইম্স | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মোকাবেলায় পুরুষ রাষ্ট্রনায়করা যেখানে দিশেহারা, সেখানে নারী নেতৃত্বধীন দেশগুলো প্রাদুর্ভাব ঠেকাতে সাফল্যের পরিচয় দিয়েছে। বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করেছেন তারা। বর্তমানে নারীদের শাসনাধীনে রয়েছেন বিশ্বের ১৮টি দেশের সাড়ে ৫৪ কোটি মানুষ।

এই সঙ্কটময় মুহূর্তে নারী নেতৃত্বাধীন জার্মানি, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক ও তাইওয়ানের মতো দেশগুলো করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের হার কমাতে সাফল্য লাভ করেছে। ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নেতারা করোনা প্রতিরোধে ভালো করলেও, নারী নেতাদের তুলনায় তাদের সাফল্য কম এসেছে। করোনা মহামারী মোকাবেলায় এই সফল নারীদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইম্স। ৩ পর্বে প্রকাশিতব্য প্রতিবেদনটির ১ম পর্ব তুলে ধরা হ’ল আজ।

একটি নতুন নেতৃত্বের ধারা বিশ্বব্যাপী হুমকিরগুলির বিরুদ্ধে এক নতুন যুগের প্রতিশ্রুতি দিচ্ছে। গত ১১ মে ছিল প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেনের বিজয়ের দিন। সমগ্র জাতিকে প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন যে, নিউজিল্যান্ড কোভিড-১৯’র প্রাদুর্ভাবকে স্রেফ নিয়ন্ত্রণের পরিবর্তে নির্মূল করার উচ্চাভিলাষী লক্ষ্য পূরণে অনেকাংশে সফল হয়েছে। গত ২৫ মার্চ তিনি যে লকডাউনটি আরোপ করেছিলেন এখন কার সমাপ্তি ঘটতে পারে। আর্ডেনের সাফল্য হল, সর্বত্র নজরে পড়ার মতো করে সর্বশেষ তথ্যের যোগান দেয়া।

অ্যাঙ্গেলা মের্কেলের নেতৃত্বে জার্মানিতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি বা স্পেনের চেয়ে মৃত্যুর হার অনেক কম। ফিনল্যান্ড, যেখানে ৩৪ বছর বয়সী প্রধানমন্ত্রী সান্না মারিন ৪টি নারী নেতৃত্বাধীন দলের জোট নিয়ে দেশ শাসন করছেন, নিকটবর্তী সুইডেনের চেয়ে সেখানে ১০ শতাংশেরও কম মৃত্যু ঘটেছে।

এশিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সম্পূণভার্বে দেশকে লকডাউন না করেই পরীক্ষা, যোগাযোগের অনুসন্ধান এবং পৃথকীকরণ ব্যবস্থার সাহায্যে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করে বিশ্বের অন্যতম সফল প্রচেষ্টাটির মধ্যমনি হয়েছেন।

ব্যতিক্রম পরিস্থিতিতে পদক্ষেপ নেয়া কিছু ব্যতিক্রম ব্যক্তিদের কাছ থেকে নারী নেতাদের সম্পর্কে মন্তব্য গ্রহণ করা আমাদের উচিত নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, নারীদের সাফল্য এখনো এই সঙ্কটের মূহুর্তেই নয়, ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রেও অন্যদের কীভাবে দেশগুলিকে সহায়তা করা যেতে পারে, সে বিষয়ে মূল্যবান শিক্ষা হতে পারে।

বাদামী মার্স অ্যান্ড মারি- এমএন্ডএম্্স এবং পুরুষ রাজনীতিবিদগণ: রক ব্যান্ডদল ভ্যান হ্যালেন তাদের ট্যুর রাইডারে বিখ্যাতভাবে এমন একটি শর্ত অন্তর্ভুক্ত করেছিল, যার জন্য ভেন্যু ম্যানেজারদের তাদের সাজঘরে এমঅ্যান্ডএম্স এর বাটি স্থাপন করতে হয়েছিল। তবে তাতে ক্যাপিটাল লেটারে আন্ডারলাইন করা ছিল, ‘সতর্কতা’, ‘কোনোভাবেই বাদামী নয়’।

ক্লজটির আসল উদ্দেশ্যের সাথে চকোলেটটির কোনো সম্পর্ক ছিল না। বরং, এটি ভ্যান হ্যালেনের অত্যন্ত জটিল সেট এবং সরঞ্জামগুলোর সুরক্ষা নির্দেশিকাসহ সম্পূর্ণ নির্দেশাবলী ভেন্যুর পরিচালকরা পড়ে এবং অনুসরণ করে সেগুলোর যত্ম নিয়েছিলেন কিনা তা বোঝানোর জন্য স্পষ্ট সঙ্কেত ছিল।

বাদামী এমঅ্যান্ডএমএম্স’র অনুপস্থিতি যেমন একটি সাবধানতা সঙ্কেত, যা সুরক্ষিত স্থানের ইঙ্গিত দিয়েছে। তেমনি একজন মহিলা নেতার উপস্থিতিও একটি দেশের শুদ্ধ রাজনৈতিক প্রতিষ্ঠান এবং মূল্যবোধের সঙ্কেত হতে পারে। (চলবে)



 

Show all comments
  • Md Rahad ১৮ মে, ২০২০, ১:২৪ এএম says : 0
    উনার বা এঙ্গোলার মতো অন্য কেউ হতে পারবেনা।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ১৮ মে, ২০২০, ১:২৫ এএম says : 0
    এটা ঘটনাক্রমে হয়তো আপাতত মনে হচ্ছে। তবে নারী নেতৃত্বকে এভাবে প্রোমোট করা ঠিক হয়নি।
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ১৮ মে, ২০২০, ১:২৬ এএম says : 0
    এই মূল্যায়নের সাথে আমরা মোটেও একমত নয়। কারণ হাদিসে বলা হয়েছে নারী নেতৃত্ব থাকলে গজব অবধারিত হয়ে যায়।
    Total Reply(0) Reply
  • কামাল ১৮ মে, ২০২০, ১:২৬ এএম says : 0
    একজন মুসলিম হিসেবে এভাবে পর্যালোচনা করার কোনো সুযোগ নেই। বরং বাস্তব হচ্ছে গোটা বিশ্বে আজ নারী নেতৃত্বের কারণেই এই আসমানি গজব নেমে এসেছে।
    Total Reply(0) Reply
  • চাদের আলো ১৮ মে, ২০২০, ১:২৭ এএম says : 0
    নারীদের অশ্লীল চলাফেরার জন্যেই তো করোনা মহামারি পাঠাইছেন আল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mominul Haque Chowdhury ১৮ মে, ২০২০, ৭:৪৮ এএম says : 0
    এটা একটা কাকতালীয় ব্যাপার ছাড়া আর কিছুই নয়! সুতরাং বিষয়টির উপর অধিকতর গুরুত্ব আরোপ না করে বরং সৎ এবং যোগ্য নেতৃত্বের ব্যাপারে সকলের মনোযোগী হওয়া উচিৎ বলে মনে কর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ