মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এখনো করোনাভাইরাসের টিকা আবিষ্কৃত না হলেও মহামারীতে বিপর্যস্ত অর্থনীতিকে বাঁচাতে কঠোর লকডাউন থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপে সবচেয়ে কঠোর বিধিনিষেধ জারি করা ইতালি এমনকী বাড়ী থেকে ২শ’ মিটার দ‚রে যাওয়াও নিষিদ্ধ করে। তবে মে মাসের শুরু থেকে বিধিনিষেধ শিথিল হওয়া শুরু করে দেশটি। সংক্রমণ কমে যাওয়ায় ইউরোপের ভ্রমণকারীদের জন্য নিজের সীমান্ত খুলে দিয়েছে তারা। এশিয়াতে অন্যান্য অনেক দেশের মতো খুলে দেয়া হয়েছে ভিয়েতনামের হা লং বে’তে স্থানীয় পর্যটন খুলে দেয়ার পর ইতিমধ্যেই ভ্রমণ শুরু করেছে পর্যটকরা। এনিয়ে এএফপি’র প্রতিবেদনটি ২ পর্বে তুলে ধরা হ’ল।
ইউরোপীয় দেশগুলি শুক্রবার লকডাউন থেকে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি রোধে করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলি আরও কমিয়ে দিয়েছে। সমগ্র বিশ্¦কে বিপর্যন্ত করে তোলা করোনাভাইরাসের দ্বিতীয় দফায় হামলার আশঙ্কা এবং সংক্রমণ রুখতে কোনো প্রকার প্রতিষেধেকের সন্ধান না পাওয়া সত্ত্বেও লক ডাউন তুলে নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ একটি ভ্যাকসিনের আশা দিয়েছেন। তবে সেই আশায় বসে থাকার বদলে মানুষ বিশ্বের ৩ লাখ লোকের প্রানহানি ঘটানো এই রোগের প্রকোপের মধ্যে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে ভালভাবে জীবনযাপন করতে শিখছে। যদিও ইউরোপ নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস করার পর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, বিশ্বের অন্যান্য অনেক অঞ্চলে সংক্রমণগুলি আশংকাজনক হারে বাড়ছে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক মন্দা তীব্র আকার ধারণ করছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে, কোনো রোগের জন্য একটি ভ্যাকসিনের খোঁজ কখনো নাও থামতে পারে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের চলমান গবেষণাগুলো প্রতিষেধক দিতে পারবে কি পারবে না, তা যা আশংকার বিষয় হয়ে দাড়িয়েছে।
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বব্যাপী ভ্যাকসিন তৈরির দৌড়ে ভেতর আমেরিকার অপারেশন র্যাপ স্পিড নামক প্রচেষ্টা নিয়ে আলোচনা করার সময় ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমরা বছরের শেষ দিকে এটি পাওয়ার চেষ্টা করছি, সম্ভবত তার আগেই।’
সৈকত পুনরায় খোলা: জীবন স্তব্ধ করে দেয়া বেনাদায়ক ২ মাস পর ইউরোপের চারপাশে সীমানা এবং সৈকতগুলি পুনরায় খোলা শুরু হয়েছে।
শুক্রবার স্লোভেনিয়া তার সীমানা খুলে দেয়া প্রথম ইউরোপীয় দেশ হয়ে উঠেছে। নতুন করে সংক্রমণের খবর পাওয়া সত্তে¡ও তারা করোনা মহামারী বন্ধ করার ঘোষণা দিয়েছে। লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া তাদের মধ্যে অবাধ চলাচলের সুযোগ দিয়ে নিজস্ব বাল্টিক আনন্দধাম তৈরি করে নিয়েছে। অস্ট্রিয়া ও জার্মানি তাদের মধ্যকার সীমান্ত উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
সোমবার লকডাউন শিথিল হওয়ার প্রথম সপ্তাহান্তের প্রস্তুতি নিয়েছে ফ্রান্স। তবে দেশটি নাগরিকদের আত্মরক্ষার আহ্বান জানিয়েছে এবং পুলিশ যে কোনো বড় সমাবেশকে ভেঙে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। (চলবে)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।