Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাবা-মায়ের অপেক্ষায় একশ’ শিশু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মহামারির প্রভাব থেকে রক্ষা পায়নি সারোগেট বা গর্ভ ভাড়া করে জন্ম দেওয়ার ব্যবসাও। জন্ম নেওয়া অনেক শিশু ও তাদের নতুন মায়েদের মধ্যে হাজার হাজার মাইল দূরত্ব তৈরি করেছে ভ্রমণে নিষেধাজ্ঞা। শিশুরা জানে না বাবা-মায়ের সঙ্গে তাদের কবে দেখা হবে। এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে ইউক্রেনে। দেশটিতে সারোগেসি বা গর্ভ ভাড়া নিয়ে জন্ম হওয়ায় প্রায় একশ নবজাতকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সেখানকার মানবাধিকারকর্মীরা। করোনা মহামারির কারণে ইউক্রেনের সীমান্ত বন্ধ। তাতে সন্তানের জন্ম দেওয়ার পর বিপাকে পড়েছে সারোগেট মায়েরা। আর ওইসব সন্তানের বিদেশি মা-বাবারা সীমান্তে কড়াকড়ির কারণে তাদের কাছে যেতে পারছে না। দীর্ঘদিন সীমান্ত বন্ধ থাকলে নবজাতকদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে এসব বিদেশি দম্পতির। এনপিআর নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ