Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি বছরেই করোনা ভ্যাকসিনের আশা করছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০২ এএম

চলতি বছরের শেষের দিকে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই আশাবাদ ব্যক্ত করে তিনি ঘোষণা দিয়েছেন যে, এটি নিশ্চিত করতে সহযোগিতার জন্য তিনি একজন সাবেক ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ নিয়োগ করছেন।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এই বছরের শেষের দিকে কিংবা তার আরও আগেই এই ভ্যাকসিন পাওয়ার আশা করছি।’ তিনি বলেন, ‘আমরা মনে করি খুব দ্রুতই আমারা ভাল ফলাফল পেতে যাচ্ছি।’ তবে ট্রাম্পের মতো এতটা আশাবাদি নয় ইউরোপ। ইউরোপীয় মেডিসিন এজেন্সি বৃহস্পতিবার বলেছে যে, সবকিছ‚ যদি ঠিকভাবে চলে তাহলে হয়তো আগামী এক বছরের মধ্যে একটি ভ্যাকসিন প্রস্তুত হতে পারে।

ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি জিএসকে ভ্যাকসিনের সাবেক প্রধান, এবং চার তারকা সেনা জেনারেল গুস্তাভে পের্নাকে ‘অপারেশন ওয়ার্প স্পিড’ এর নেতৃত্ব দেয়ার জন্য নিয়োগ করবেন। তিনি বলেন, ‘আমার প্রশাসন গবেষণা প্রচেষ্টায় সমর্থন করতে প্রায় ১০ বিলিয়ন ডলার সরবরাহ করছে।’ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ম্যানহাটন প্রকল্পের সাথে এই প্রচেষ্টাটির সাথে তুলনা করেছেন যার ফলে পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছিল।

ট্রাম্প জানান ভ্যাকসিন প্রস্তুত হলে তিনি এটি বিতরণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেবেন। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন দেশের সাথে একসাথে কাজ করছি কিন্তু আমাদের কোনও অহংকার নেই। তিনি আরও বলেন, ‘যে দেশই এটি তৈরি করুক, আমরা মনে করি সেটি ভাল হবে। আমরা তাদের সাথে কাজ করব এবং তারা আমাদের সাথে কাজ করবে। যদি আমরা এটি আগে পাই তবে আমরা সবার সাথে কাজ করব।’ সূত্র : ২৪ ম্যাটিনস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ