Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শুধুই ১৩টা শূন্য’!

দ্য ওয়্যার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০২ এএম

করোনা দুর্যোগে ভারতে নামে ২০ লাখ কোটি টাকার বাজেট। সরাসরি একটি টাকাও পাচ্ছেন না গরিব বা মধ্যবিত্তরা। এমনকী যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এত কথা বলা হচ্ছে, তাদেরও সরাসরি পয়সা দিচ্ছে না সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আর্থিক প্যাকেজ পুরোটাই ঋণসর্বস্ব। কিছু অর্থ সরকার খরচ করছে পরিকাঠামো খাতে। যার সুফল পেতে অনেক সময় লাগবে।
লকডাউনের জেরে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের যে ক্ষত সৃষ্টি হয়েছে, তাতে মলম লাগানোর কাজটি অর্থমন্ত্রী করতে পারেননি। স্বাভাবিকভাবেই তার প্যাকেজ বরাদ্দে অখুশি বিরোধীরা। কংগ্রেস কটাক্ষ করে বলছে, নির্মলার প্যাকেজ শুধুই তেরোটা শূন্য। আর কিছু নয়।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলছেন, ‘একটা জিনিস স্পষ্ট। মোদির ২০ লাখ কোটির প্যাকেজ আসলে ‘জুমলা প্যাকেজে’ পরিণত হয়েছে। এটা শুধু ১৩টা শূন্য ছাড়া আর কিছুই নয়।’
এনসিপি নেতা শরদ পওয়ার বলছেন, ‘আত্মনির্ভর কৃষি প্যাকেজ দেখে হতাশ হয়েছি। লকডাউনে লোকসানের কথা মাথায় রেখে প্যাকেজ ঘোষণা করা উচিৎ ছিল। কৃষি ঋণ বা ঋণের সুদ নিয়ে কোনও কথাই নেই।’ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলছেন, আবারও একটা মেগা ‘রিপ্যাকেজ’। সরকার করোনা পরবর্তী পরিস্থিতির কথা ভাবছে। করোনার জন্য যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেকথা ভাবছেই না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ